রবিবার, ১২ এপ্রিল, ২০২০

অদ্য ১০ এপ্রিল হোমিওপ্যাথিক জনক হ্যানিম্যান-এর ২৬৫ তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথিক দিবস


অদ্য ১০ এপ্রিল হোমিওপ্যাথিক জনক হ্যানিম্যান-এর ২৬৫ তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথিক দিবস। তাহার পূর্ণ নাম ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান। তিনি ১৭৫৫ সালের ১০ ই এপ্রিল জার্মানির স্যাক্সনীর অন্তর্গত মিসেন নগরে জন্মগ্রহণ করেন। তাহার মাতার নাম জোহানা ক্রিশ্চিয়ানা হ্যানিম্যান এবং পিতার নাম ক্রিশ্চিয়ান গডফ্রায়েড। হ্যানিম্যান –এর গ্রীক, হিব্রু, ল্যাটিন, আরবী সহ মোট ১১টি ভাষায় শিক্ষিত ছিলেন। তিনি মূলত ছিলেন একজন একনিষ্ঠ, জ্ঞানী, প্রগতিশীল ও অত্যন্ত সফল এলোপ্যাথিক চিকিৎসক। তিনি ১৭৭৮ হতে ১৭৭৯ পর্যন্ত ছাত্র অবস্থাতেই ট্রানসিলভ্যানিয়ার গভর্ণরের পারিবারিক চিকিৎসক ছিলেন। ১৭৭৯ সালে এনলার্জেন বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী এম,ডি উপাধি প্রাপ্ত হন। ১৭৮১ সালের শেষের দিকে গোমেরনে জেলা মেডিক্যাল অফিসার হিসেবে নিযুক্ত হন। চিকিৎসা পেশায় আত্মনিয়োগের সময় হতেই প্রচলিত পদ্ধতির উপর তাঁহার সন্দেহ গাঢ় হইতে থাকে। তাই তিনি সর্বদা বিশ্বস্থ ও টেকসই কোন চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করতেন। এক সময় তিনি ডাঃ কালেন সাহেবের মেটিরিয়া মেডিকা অনুবাদের সময় হঠাৎ দেখিতে পাইলেন যে, যে কুইনাইন জ্বর রোগে বিশেষ উপকারী অথচ সেই কুইনাইন সুস্থ শরীরে  সেবন করলে জ্বর রোগীর কতকগুলি লক্ষন সৃষ্টি করিতে সক্ষম। সুতরাং তিনি লক্ষ্য কারিলেন সুস্থ শরীরে কোন ঔষধ সেবন করিলে যে যে লক্ষন সমূহ প্রকাশ পায় যদি কোন পীড়ায় বা অসুস্থ শরীরে ঐ লক্ষণসমূহ বর্তমান থাকে তবে এই ঔষধ সেবন করিলে উক্ত অসুস্থ শরীরের লক্ষণসমূহ অন্তর্নিহিত হয়ে শরীর রোগ মুক্ত হইবে। এই চিন্তা করিয়া হ্যানিম্যান প্রথমে কুইনাইন নিজ শরীরে পরীক্ষা করিতে লাগিলেন এবং তৎপর নিজ পরিবারের উপর চিকিৎসা করিতে লাগিলেন এবং ইহাতে আশাতিরিক্ত ফল লাভ করিয়া ১৭৯০ সালে তাঁহার এই চিকিৎসা প্রনালী বিশ্ববাসীর কাছে প্রচার করিলেন যাহা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি নামে চিরস্মরণীয় হয়ে রহিয়াছে। পরবর্তীতে তাঁহার জন্ম তারিখকে আন্তর্জাতিক হোমিওপ্যাথিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি ১৮৪৩ সালে ২রা জুলাই প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে হ্যানিম্যানের মৃদুস্বরে বলিয়াছেন ‘‘আমি বৃথা জীবন ধারন করি নাই’’।

Share:

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Clock

Facebook Page

ব্লগ সংরক্ষাণাগার