Home »
রোগ
» করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, এর লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা
করোনা ভাইরাস
কিভাবে ছড়ায়?
- মূলত বাতাসের Air Droplet এর মাধ্যমে।
- হাঁচি ও কাশির ফলে।
- আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে
- ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে নাকে বা চোখে
লাগালে।
- পয়নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে।
লক্ষণঃ
- সর্দ্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা।
- মারাত্নক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া।
- শিশু, বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও
ব্রঙ্কাইটিস।
প্রতিরোধঃ
- মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
- হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা।
- হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ডেকে রাখা।
- ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা।
- মাংশ ডিম খুব ভালভাবে রান্না করা।
- বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা।
- মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে।
হাত কখন কখন ধুতে হবেঃ
- হাঁচি কাশি দেওয়ার পর।
- রোগীর শুশ্রুষা করার পর।
- খাবার ও খাবার প্রস্তুত করার আগে ও পরে।
- টয়লেট করার পর।
- যখনই হাত ময়লা হয়।
- পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর।
লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে
প্রচুর পরিমানে পানি পান করতে হবে এবং নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন