একোনাইটঃ অত্যন্ত গাত্র
দাহ, প্রবল পিপাসা, ভয়ানক অন্তর্দ্দাহ, ছটফটানি, যন্ত্রনায় একেবারে অস্থির হইয়া পড়িয়াছে,
নাড়ীর গতি অত্যন্ত দ্রুত, গায়ে ঘর্ম্মের লেশ মাত্র নাই, চর্ম্ম শুষ্ক ও খসখসে।
বেলেডোনাঃ গা অত্যন্ত
গরম থাকে, এত গরম যেন হাত পুড়িয়া যায়, মধ্যে মধ্যে ঘাম হয়, কখনও কখনও ঘাম এত অধিক হয়
যেন মনে হয় বুঝি এইবার জ্বর ছাড়িল, কিন্তু তখনই আবার তেমনই জ্বর ও গা গরম, ঘর্ম শুষ্ক
হইয়া যায়। যে অঙ্গ গুলো চাপা থাকে তথায় অধিক ঘাম হয়। রোগীর ঘুম আসে কিন্তু ঘুম হয় না
মাঝে মাঝে চমকাইয়া উঠে। জ্বর হঠাৎ আসিয়া কষ্টদায়ক যন্ত্রণাদির পর হঠাৎ কমিয়া যায়, রোগীর
চোখ মুখ থমথমে ও লালবর্ণ দেখায়, অল্পতেই ঠান্ডা লাগিয়া জ্বর হয়। অত্যন্ত মাথাব্যথা
থাকে।
ব্রায়োনিয়াঃ রোগী নির্ঝুম
হইয়া পড়িয়া থাকে, লক্ষণ নড়ন চড়নে বৃদ্ধি। সমস্ত শরীর ব্যথা, উহা নড়ন চড়নে বৃদ্ধি টিপিয়া
দিলে উপশম হয়। রোগী উঠিয়া বসিলে মাথা ঘোরে গা-বমি বমি ভাব ও বমি। মুখের স্বাদ তিক্ত,
জিহ্বায় সাদা বা হরিদ্রাবর্ণের লেপ পড়ে। অল্প ঘাম হয়। কোষ্ঠ পরিষ্কার হয় না। পিপাসায়
একসাথে অধিক পানি পান করে। ঘন ঘন পানি পান করে না। শীতল জল চায়।
জেলসিমিয়মঃ রোগী তন্দ্রাচ্ছন্ন
ও অঘোরভাবে চুপ করিয়া পড়িয়া থাকে, কথাও বলে না-চাহিয়াও দেখে না, ইহাতে পিপাসা বড় একটা
থাকে না। এতে রোগীর স্নায়ু দূর্বলতার জন্য রোগী চুপ করিয়অ পড়িয়া থাকে। হঠাৎ আনন্দ,
ভয়, উত্তেজক কোন সংবাদ হইতে পীড়ার উৎপত্তি হলে। প্রবল মাথা ঘোরা ও দূর্বলতা।
আর্সেনিক এল্বমঃ ছটফটানি,
গাত্রদাহ ও অত্যন্ত পিপাসা। পিপাসায় ঘন ঘন অল্প অল্প পরিমানে পানি পান করে একত্রে অধিক
পানি পান করিতে পারে না কারন এতে রোগীর বমি হয়। অত্যন্ত দূর্বলতার কারনে শুয়ে থাকে।
নাসিকা দিয়ে তরল জল। সামান্য ঠান্ডা লাগিয়াই পীড়া। জিহ্বা শুষ্ক, লালবর্ণের হয়। জ্বালা
গরমে উপশম হয়। গাত্র জ্বালাজনক বেদনা।
রস টক্সঃ অত্যন্ত অস্থিরতা,
ছটফটানি ও গাত্রদাহ। গাত্র বেদনা বিশেষত মাংসপেশীর বেদনা, বেদনার জন্য ছটফট করে ও তাহাতে
বেদনার উপশম হয় এবং স্থির হইয়া থাকিলে বরং কষ্টের বৃদ্ধি হয়। জিহ্বার ডগায় লালবর্ণের
একপ্রকার ত্রিভুজাকার দাগ দেখা যায়। অত্যন্ত ঘর্ম ও পিপাসা। বৃষ্টিতে ভিজিয়া বা ভিজা
মাটিতে থাকিয়া পীড়া হইলে।
এলস্টোনিয়াঃ টাইফয়েড
জ্বরের পর ও অন্য জ্বরে রক্তহীনতা দুর্ব্বলতায়।
আর্নিকাঃ আঘাত লাগিয়া
পীড়ায়।
ব্যাপটিসিয়াঃ ছটফটানি
বা তন্দ্রাচ্ছন্নভাব, প্রলাপ বকা, সমস্ত স্রাবে দুর্গন্ধ, ডাকিয়া সাড়া দিয়া আবার আচ্ছন্ন
হয়, গায়ে বেদনা।
ক্রোটেলাসঃ জ্বরে নাক,
মুখ, প্রস্রাবদ্বার প্রভৃতি স্থান হইতে রক্তস্রাব।
ইউপেটোরিয়াম পার্ফোঃ
জ্বরে হাড়ভাঙ্গা বেদনা ও পিত্তবমি বা বমি বমি ভাব, মাথা ব্যথা।
ইপিকাকঃ জ্বরে বমি বা
বমি বমি ভাব, জিহ্বা পরিষ্কার।
ডালকামারাঃ কাঁদা বা
ভিজা মাটিতে কাজ করিয়া, ঠান্ডা লাগিয়া জ্বর হইলে।
সর্দ্দি জ্বরঃ একোনাইট,
ইপিকাক, আর্সেনিক, জেলসিমিয়ম, এলিয়ম সিপা, ব্রায়োনিয়া, মার্কসল, পালসেটিলা, এন্টিম
টার্ট।
ঠান্ডা লাগিয়া জ্বরঃ
একোনাইট, বেলেডোনা, ডালকামারা, রস টক্স, মার্ক সল, ব্রায়োনিয়া।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন