সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

হোমিওপ্যাথির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্মদিন।


আজ ১০ই এপ্রিল।

হোমিওপ্যাথির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্মদিন।

১৭৫৫ সালের এই দিনে মধ্যরাতের কিছু আগে তদানীন্তন জার্মানীর স্যাক্সনী রাজ্যের ছোট্ট শহর এলবে নদীর তীরবর্তী মাইসেনে তিনি জন্মগ্রহন করেন। নিম্নবিত্ত পরিবারের আর্থিক দূরবস্থার মধ্যেও তিনি স্কুল কলেজের শিক্ষায় অত্যন্ত মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষা এমডি গ্রহন করেন।

পরবর্তীতে প্রচলিত বিসদৃশ চিকিৎসার অযৌক্তিক ও অনারোগ্যকর পদ্ধতির বিপরীতে তিনি প্রাকৃতিক আরোগ্যনীতি-সদৃশ আরোগ্যকর চিকিৎসাপদ্ধতি হোমিওপ্যাথি উদ্ভাবন করেন। প্রচলিত চিকিৎসকদের প্রবল বিরোধিতার মধ্যেও তাঁর জীবদ্দশায়ই এ পদ্ধতি পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি ভারতবর্ষেও ছড়িয়ে পড়ে।

বর্তমান বিশ্বেও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, প্রধানতম বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে আর্ত পীড়িত, ধনীদরিদ্র নির্বিশেষে সবার স্বাস্থ্য সুরক্ষায় অবদান রেখে চলেছে। বাংলাদেশেও সরকার স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি সরকারী ও বেসরকারী পর্যায়ে জনস্বাস্থ্যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

মহাত্মা হ্যানিম্যানের ২৬৮তম জন্মদিনের এই মহান দিবসে হোমিওপ্যাথির জনকের প্রতি এজেড হোমিও সেন্টারের পক্ষ হতে জানাই গভীর শ্রদ্ধা।



Share:

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Clock

Facebook Page