১) কর্মস্থলে সার্বক্ষনিক ফেইস
মাস্ক পরিধান করতে হবে। ব্যবহৃত মাস্ক সার্জিক্যাল
বা তিনপরত বিশিষ্ট কাপড়ের তৈরী হতে হবে।
২) সার্জিক্যাল মাস্ক শুধুমাত্র
০১ (এক) বার ব্যবহারযোগ্য। ব্যবহারের পর তা অবশ্যই ঢাকনাযুক্ত নির্দিষ্ট ঝুড়ি/ডাস্টবিনে
ফেলে দিতে হবে। কাপড়ের তৈরী মাস্ক পুনঃব্যবহার যোগ্য এবং ডিটারজেন্ট/সাবান-পানিতে ধুয়ে
ব্যবহার করা যাবে।
৩) মাস্ক পরিধানের সময় এমনভাবে
পরিধান করতে হবে যেন তা নাকের উপরিভাগ থেকে থুঁতনি/চিবুকের নিম্নাংশ পর্যন্ত আবৃত রাখে
এবং কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে।
৪) পরিধান এবং খোলার সময় মাস্কের
দুই পার্শ্বের ফিতা ধরে আলতোভাবে পরতে/খুলতে হবে যেন কোনক্রমেই মুখমন্ডল, ঘাড়, গলায়
স্পর্শ না করে।
৫) কোন অবস্থাতেই পরিধানকৃত
মাস্কের মাঝখানে স্পর্শ করা যাবে না। স্পর্শ লেগে গেলে ব্যবহৃত মাস্ক খুলে ফেলতে হবে
এবং হাত সাবান-পানি/স্যানিটাইজার দিয়ে জীবানুমুক্ত করতে হবে।
৬) ফেইস মাস্ক সার্বক্ষণিক যথাস্থানে
পরিধান করতে হবে। কোন অবস্থাতেই গলায় ঝুলিয়ে রাখা যাবে না এবং ব্যবহারকালীন অবস্থায়
মাস্ক নামিয়ে কথা বলা যাবে না।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন